উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
গোদাগাড়ী, রাজশাহী
নাগরিক সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen Charter)
ক্র. নং. |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তির স্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী,ফোন নম্বর ও ই-মেইল) |
উর্ধ্বতন কর্মকর্তা (নাম, পদবী,ফোন নম্বর ও ই-মেইল) |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
১। |
ভিডব্লিউবি কর্মসূচী (দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচী) |
ভিডব্লিউবি কর্মসূচীর আওতায় প্রতি ০২(দুই) বছর বা ২৪ মাস মেয়াদী ভিডব্লিউবি চক্রে ০৯টি ইউনিয়নে ২৬৪২ জন নির্বাচিত অতিদরিদ্র মহিলাদেরকে প্রতি মাসে জন প্রতি ৩০ কেজি পুষ্টি চাল খাদ্য সহায়তার পাশাপাশি চুক্তিবদ্ধ এনজিও’(কাবিউস) এর মাধ্যমে জীবনদক্ষতামূলক ও উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং টেকসই আয়বর্ধক কর্মকান্ডের প্রশিক্ষণ সেবা প্রদান করা হয়। |
২০ হতে ৫০ বছর বয়সী যেকোনো মহিলা (বিধবা, স্বামী পরিতেক্তা, অসহায় ও হতদরিদ্র এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মহিলা অগ্রাধিকার যোগ্য) www.dwavwb.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে ও vwb অ্যাপ ব্যবহার করে অফলাইনে দেশের যে কোন প্রান্ত হতে আবেদন করতে পারবেন। |
১। বিনামূল্যে ৩০ কেজির প্যাকেটে পুষ্টি চাল দেওয়া হয়। ২। উপকারভোগী মহিলাগণ প্রতিমাসে ২২০ টাকা করে মাসিক সঞ্চয় প্রদান করেন যা তাদের নিজস্ব সঞ্চয় নম্বরে জমা থাকে। |
০২ বছর (২৪ মাস) মেয়াদী |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোদাগাড়ী, রাজশাহী ফোন নম্বর: ০২৪৭৮৫৬২৭৮ মোবাইল নংঃ ০১৯৫৮১৮৭৬১৫ E-mail: godagari.uwao@gmail.com |
উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহী ফোন নম্বর: ০১৯৫৮১৮৭৬১০ E-mail: rajshahi.dwao@gmail.com
|
২। |
মা ও শিশু সহায়তা কর্মসূচি (MCBP) |
০৪ থেকে ০৬ মাসের অতিদরিদ্র গর্ভবতী মহিলাদের ভাতাভোগী হিসেবে নির্বাচন করা হয়। ভাতাভোগী মহিলাদের স্ব-স্ব নামে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মাসে ৮০০/- (আটশত) টাকা হারে ভাতা প্রদান করা হয়। আর্থিক সহায়তার পাশাপাশি চুক্তিবদ্ধ এনজিও (এনডিপি) এর মাধ্যমে উপকারভোগীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। আগস্ট ২০২৪ পর্যন্ত মোট সক্রিয় ভাতাভোগীর সংখ্যা ৮৭৬৩ জন। |
১) সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়ন পরিষদ হতে ০১ হতে প্রতি মাসের ২০ তারিখের মধ্যে ইউডিসি তথ্য উদ্যোক্তাদের মাধ্যমে অনলাইনে আবেদনের মাধ্যমে যাচাই-বাছাই অন্তে ভাতাভোগী অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। ২) আবেদনকারীর প্রয়োজনীয় কাগজপত্র- এনআইডি কার্ড, এএনসি কাড, ছবি এবং বিকাশ/নগদ/রকেট/যে কোন তফসিলি সরকারী/বেসরকারী ব্যাংক হিসাব নম্বর।
|
ইউডিসি উদ্যোক্তাদের মাধ্যমে অনলাইনে আবেদন করতে ৪০ টাকা আবেদন ফী পরিশোধ করতে হয়। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সরাসরি অর্থ মন্ত্রণালয় হতে ভাতা পরিশোধ করা হয়। |
ভাতাভোগী হিসেবে অন্তর্ভুক্তির পর হতে ০৩ বছর |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোদাগাড়ী, রাজশাহী ফোন নম্বর: ০২৪৭৮৫৬২৭৮ মোবাইল নংঃ ০১৯৫৮১৮৭৬১৫ E-mail: godagari.uwao@gmail.com
|
উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহী ফোন নম্বর: ০১৯৫৮১৮৭৬১০ E-mail: rajshahi.dwao@gmail.com
|
৩। |
মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম |
দুঃস্থ্য মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে নির্ধারিত আবেদন ফরম পূরণপূর্বক উপকারভোগী নির্বাচন করে সহজ শর্তে (৫% সার্ভিস চার্জে) জন প্রতি সর্বনিম্ন ২৫,০০০/- থেকে সর্বোচ্চ ৭৫,০০০/- টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা হয়। |
১) আবেদন ফরম (উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়) ২) ভোটার আইডি ৩) ০৩কপি পাসপোর্ট সাইজ ছবি ৪) চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ ৫) ৩০০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্প এ অঙ্গীকারনামা
|
৫% সার্ভিস চার্জসহ ঋণ অনুমোদনের দুই মাস পর হতে ১০ কিস্তিতে পরিশোধযোগ্য
|
০১ বছর ও ০২ বছর মেয়াদী |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোদাগাড়ী, রাজশাহী ফোন নম্বর: ০২৪৭৮৫৬২৭৮ মোবাইল নংঃ ০১৯৫৮১৮৭৬১৫ E-mail: godagari.uwao@gmail.com
|
উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহী ফোন নম্বর: ০১৯৫৮১৮৭৬১০ E-mail: rajshahi.dwao@gmail.com
|
৪। |
‘‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’’ শীর্ষক কার্যক্রম |
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’’ শীর্ষক কার্যক্রমের আওতায় গোদাগাড়ী উপজেলার পৌরসভা ও ইউনিয়নের তৃণমূল পর্যায় হতে নিম্নবর্ণিত ০৫টি ক্যাটাগরিতে সাহসী ও সফল নারীদের খুজে বের করে উপজেলা, জেলা এবং বিভাগ পর্যায়ে সম্বধর্ণা প্রদান করা হয়। ক) সফল জননী নারী। খ) অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী। গ) সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী। ঘ) নির্যাতনের বিভিষিকা মূছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছে যে নারী। ঙ) শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে প্রতি বছর নভেম্বর মাসে ফরম আবেদনপত্র আহ্বান করা হয়। |
কোন মূল্য পরিশোধ করতে হয় না এবং নির্বাচিত মহিলারা একটি সনদ, ক্রেস্ট এবং বিভাগীয় পর্যায়ে সম্বর্ধনায় ৫০০০/- টাকা পুরস্কার পান। |
বছরে ০১ বার |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোদাগাড়ী, রাজশাহী ফোন নম্বর: ০২৪৭৮৫৬২৭৮ মোবাইল নংঃ ০১৯৫৮১৮৭৬১৫ E-mail: godagari.uwao@gmail.com
|
উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহী ফোন নম্বর: ০১৯৫৮১৮৭৬১০ E-mail: rajshahi.dwao@gmail.com
|
৫। |
স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন ও অনুদান বিতরণ |
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় বাংলাদেশ মহিলা কল্যান পরিষদ (বামকপ) হতে বাৎসরিক অনুদান প্রদান করা হয়। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে প্রতি অর্থবছরের শুরুতে অনুদানের আবেদন ফরম বিতরণ করা হয়। |
কোন মূল্য পরিশোধ করতে হয় না |
বছরে ০১ বার |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোদাগাড়ী, রাজশাহী ফোন নম্বর: ০২৪৭৮৫৬২৭৮ মোবাইল নংঃ ০১৯৫৮১৮৭৬১৫ E-mail: godagari.uwao@gmail.com
|
উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহী ফোন নম্বর: ০১৯৫৮১৮৭৬১০ E-mail: rajshahi.dwao@gmail.com
|
৬। |
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মানব পাচার প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রম |
১) নারী ও শিশু নির্যাতন এবং মানব পাচার প্রতিরোধের লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রতি মাসে সভা এবং উঠান বৈঠক করা হয়। ২) নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে তথ্য সংগ্রহ করা যায়। |
কোন মূল্য পরিশোধ করতে হয় না |
প্রয়োজন মতো |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোদাগাড়ী, রাজশাহী ফোন নম্বর: ০২৪৭৮৫৬২৭৮ মোবাইল নংঃ ০১৯৫৮১৮৭৬১৫ E-mail: godagari.uwao@gmail.com
|
উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহী ফোন নম্বর: ০১৯৫৮১৮৭৬১০ E-mail: rajshahi.dwao@gmail.com
|
৭। |
যৌতুক, বাল্য বিবাহ ও শিশু শ্রম প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রম |
১) যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে যৌতুক ও বাল্য বিবাহের কুফল বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রতি মাসে সভা এবং উঠান বৈঠক করা হয়। ২) কোথাও বাল্য বিবাহের অভিযোগ পেলে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে তা প্রতিরোধ করা হয়। ৩) কেউ যৌতুকের শিকার হলে এবং অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। ৪) কোথাও শিশু শ্রমের অভিযোগ পেলে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে তা প্রতিরোধ করা হয়। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে তথ্য সংগ্রহ করা যায়। |
কোন মূল্য পরিশোধ করতে হয় না |
প্রয়োজন মতো |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোদাগাড়ী, রাজশাহী ফোন নম্বর: ০২৪৭৮৫৬২৭৮ মোবাইল নংঃ ০১৯৫৮১৮৭৬১৫ E-mail: godagari.uwao@gmail.com
|
উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহী ফোন নম্বর: ০১৯৫৮১৮৭৬১০ E-mail: rajshahi.dwao@gmail.com
|
৮। |
কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প |
৯টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ক্লাব স্থাপনপূর্বক ক্লাব কার্যক্রম পরিচালনা। বর্তমানে ১১ টি ক্লাব চালু রয়েছে। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় |
সেবার মূল্য পরিশোধ করতে হয় না |
|
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোদাগাড়ী, রাজশাহী ফোন নম্বর: ০২৪৭৮৫৬২৭৮ মোবাইল নংঃ ০১৯৫৮১৮৭৬১৫ E-mail: godagari.uwao@gmail.com
|
উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহী ফোন নম্বর: ০১৯৫৮১৮৭৬১০ E-mail: rajshahi.dwao@gmail.com
|
৯। | ICVGD ২য় পর্যায় | গোদাগাড়ী উপজেলার ২০২১-২০২২ চক্রের ভিজিডি উপকারভোগী ১৯৪৫ জন দুঃস্থ ও অসহায় মহিলাকে স্বাবলম্বী হতে ০৬ টি মডিউলের অপর ০১ বছর প্রশিক্ষণ শেষে ২০,০০০/= টাকা প্রদান করা হয়েছে। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
|
প্রযোজ্য নয়।
|
০১ বছর
|
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোদাগাড়ী, রাজশাহী ফোন নম্বর: ০২৪৭৮৫৬২৭৮ মোবাইল নংঃ ০১৯৫৮১৮৭৬১৫ E-mail: godagari.uwao@gmail.com
|
উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহী ফোন নম্বর: ০১৯৫৮১৮৭৬১০ E-mail: rajshahi.dwao@gmail.com
|
১০। | APC প্রকল্পের আওতায় প্রশিক্ষণ হাব স্থাপন | APC প্রকল্পের আওতায় গোদাগাড়ী উপজেলায় বাসুদেবপুর, পাকড়ী ও রিশিকুল ইউনিয়নে ৪ টি প্রশিক্ষণ হাব স্থাপন করা হয়েছে।
|
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
|
প্রযোজ্য নয়।
|
০১ বছর
|
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোদাগাড়ী, রাজশাহী ফোন নম্বর: ০২৪৭৮৫৬২৭৮ মোবাইল নংঃ ০১৯৫৮১৮৭৬১৫ E-mail: godagari.uwao@gmail.com |
উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহী ফোন নম্বর: ০১৯৫৮১৮৭৬১০ E-mail: rajshahi.dwao@gmail.com |
বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন অথবা পাচারের ঘটনা ঘটলে বা ঘটার সম্ভাবনায় যে কোন নম্বর থেকে ফোন করুন ১০৯ (ট্রোল ফ্রি) নম্বরে।